Thursday, July 16, 2015

স্বপ্ন পরাজিতা

যতটা না রাত বেঁচে ছিলাম
তারও চেয়ে বেশি আঁধার খেয়েছি
একদিন দাঁড়িয়ে নিঃশেষ হয়েছি
গাঁড় কষ্টে সিগারেটের শেষ অংশ অমৃত;
লাগে তোমার প্রস্থান।
ভুল ছিল সব?

স্বপ্ন নিয়ে জমানো মঙ্গল গ্রহ
ঠিকই চোখে পড়েছিল
আয়নায় পুরনো ফাটল
আজ চোখে পড়ছে না।
উচ্চ ক্ষমতা সম্পন্য দুঃখ
কি নাম দেব?
প্রেমের বিচ্ছেদ হলে,
সম্পর্কের ঘাটতি হলে,
হেরে যাওয়া মানুষ বলা যেত;
আমি তো অমানুষ!

আমি বিকালের হারিয়ে যাওয়া রোদ
শুকনো, রুগ্ন এক জীবন।
আমি কবির ছিড়ে ফেলা পাতা
সমাজের তাচ্ছিল্য বস্তু;
বেকার যুবক যুবতি।
যে জীবন কথা বলে না
যে জীবন সশব্দে চলে না
খোলা প্রান্তরে মুক্তি বোঝেনা,
যে জীবন মুক্ত বন্দিশালা
যে জীবন বঞ্চনার উপমা
আমাদের স্বপ্নদোষ!

আমি এক নষ্ট রাত্রিচরী
শেষ কবিতারা গিলে সহজে।

1 comment: