Wednesday, July 8, 2015

ফ্লোমিলা অনুশীলন

আমি বাঁচতে পারি একটু একটু করে
দীর্ঘশ্বাস আমার হাসির অক্ষর
ব্যর্থতা সে এক নতুন নেশা!
আমি বাঁচতে পারি খুব অল্প করে
শত শত রাতে খুঁজি একটি ভোর
অবেলার যুদ্ধে আঁকি রক্ষী রণদোর।

প্রত্যেকদিন বাঁচি প্রত্যেকদিনের জন্য
প্রতিটি নিঃশ্বাস সে প্রেরণার উৎস
হেরে যাওয়া মানুষের সমাধি দেখে
যুদ্ধ ফেরত ভাঙা মানুষের চোখ দেখে
আমি বাঁচতে শিখেছি অনেক আগে!

আহত যন্ত্রনা যখন হাসিমুখ ছুঁই ছুঁই
নিকোটিন, ফসফরাসের আলোতে জ্বালিয়ে নিই
বাড়তে থাকা বাস্তব পৃথিবী বিক্ষিপ্ত সব অধ্যায়
ফ্লোমিলার অনুশীলনে সব পেছনে রেখে আগাই!

আমি যোদ্ধা ধূসর মরু প্রান্তরে
নিজেকে বাঁচাই ইতিহাস অনাহারে!

No comments:

Post a Comment