সেদিন তোমার রূপ যৌবন দেখাবে কাকে
সবাই তো পথ ভুলে ছুটবে দিকে দিকে
মিথ্যার আশ্রয় সবে নেবে তখন কোথায়
চারিদিকে দেখবে শুধু মৃত্যুর জয় ধ্বংসের জয়
মাতৃ স্নেহ বলবে না খোকা একটু বস,
কেউ নও আমার যাও দুরে ভাগো
বিস্তৃত আকাশ বিকৃত জনপদ ভাঙবে সবি ধেঁয়ে আসবে বিশাদ
সিংগার ফুৎকারে মহা মানচিত্র মিসে যাবে
জানো কি তুমি কেয়ামত আসবে?!
সবাই তো পথ ভুলে ছুটবে দিকে দিকে
মিথ্যার আশ্রয় সবে নেবে তখন কোথায়
চারিদিকে দেখবে শুধু মৃত্যুর জয় ধ্বংসের জয়
মাতৃ স্নেহ বলবে না খোকা একটু বস,
কেউ নও আমার যাও দুরে ভাগো
বিস্তৃত আকাশ বিকৃত জনপদ ভাঙবে সবি ধেঁয়ে আসবে বিশাদ
সিংগার ফুৎকারে মহা মানচিত্র মিসে যাবে
জানো কি তুমি কেয়ামত আসবে?!
No comments:
Post a Comment