Wednesday, July 15, 2015

প্রত্যাবর্তন

কোন একদিন রাতে
তুমি এসে দাঁড়াবে
তোমার বিকেলের গল্প শোনাতে
কোন এক সকালে
ঘুম চোখ নিয়ে
আসবে ফিরে অঝর কান্নাতে।

অভিমান কমে যাবে
খরস্রোতা দু'চোখে; আমার তখন
গহিন স্বপ্নবাসে
সকাল ছুঁয়ে রোদ মেলাবো
আঁধার সাজাবো শিশু হাসিতে
সেদিন তুমি আসলে!

No comments:

Post a Comment