চারিদিকে চেয়ে দেখ সবুজের দেশ
এই আমার বাংলাদেশ
এই মোদের বাংলাদেশ।
সাঁঝেরো বেলা, বাঁশেরো বনে
পাখিরা গান গায়, সুমধুর কণ্ঠে
বসন্ত এলে, দখিনা বাতাসে
মাঠের ফসল যে হায় দোলে
এই অপরূপে সজ্জিত এই দেশ
এই আমার বাংলাদেশ
এই মোদের বাংলাদেশ।
নদীরো বুকে, পালতোলা নাউ যে চলে
নদীরো তীরে, কাঁশবন ভরে ফুলে
চারিদিকে সবুজে, মনেরো আবেগে
হারিয়ে যেতে চাই, ঐ সুদূরে
এই সবুজে শোভায়ে সোনার এই দেশ
এই আমার বাংলাদেশ
এই মোদের বাংলাদেশ।
৮ ই জানুয়ারি, ২০০৮
এই আমার বাংলাদেশ
এই মোদের বাংলাদেশ।
সাঁঝেরো বেলা, বাঁশেরো বনে
পাখিরা গান গায়, সুমধুর কণ্ঠে
বসন্ত এলে, দখিনা বাতাসে
মাঠের ফসল যে হায় দোলে
এই অপরূপে সজ্জিত এই দেশ
এই আমার বাংলাদেশ
এই মোদের বাংলাদেশ।
নদীরো বুকে, পালতোলা নাউ যে চলে
নদীরো তীরে, কাঁশবন ভরে ফুলে
চারিদিকে সবুজে, মনেরো আবেগে
হারিয়ে যেতে চাই, ঐ সুদূরে
এই সবুজে শোভায়ে সোনার এই দেশ
এই আমার বাংলাদেশ
এই মোদের বাংলাদেশ।
৮ ই জানুয়ারি, ২০০৮
No comments:
Post a Comment