Friday, July 17, 2015

বিক্ষত যোদ্ধা

আজকাল বেশ উষ্ণতা অনুভব করছি
তোমার নিরিবিলি বিকাল, শান্ত উঠোন
ধোঁয়াটে রেস্তোরায় কাটানো সময়
ছড়িয়ে ছিটিয়ে আছে তোমার আমার ভালবাসা!

দু'ধারের শোক কখনো হানা দেয় না; তা কিন্তু নয়
রোজ ছপছপে হয়ে ভিজে যাচ্ছি
কিছু শোক তো না চাইলেও আসে, তাই মেনে নিয়েছি!
তুমিও মেনে নিও, অগ্নিদগ্ধ সন্ধ্যা
কান্নার আগামী, অপেক্ষার তিক্ততা!

তুমি পারবে না নিজেকে না ভেঙে রাখতে?
রক্তাক্ত কান্না কিছু সময়ের জন্য থাকে
মৃত্যুর শোক খুব জোর কিছুদিন!
আর আমি তো বেঁচে আছি,
প্রতি মুহূর্তে ফেরার স্বপ্ন নিয়ে
জানি যুদ্ধের ময়দানে এ স্বপ্ন মানায় না
কিন্তু কি করবো বল? 
ঠাসা ঠাসা বারুদের গন্ধে তোমার গন্ধ লেগে
রক্তজলে ভর্তি ব্যাংকারে ডুবানো পায়ে
যে শূন্যতার শব্দ দেখেছি
সেখানেও তুমি আর তোমার কান্নারা!

No comments:

Post a Comment