Saturday, July 25, 2015

আশার কথা

জানি একদিন তুমি আসবে
থাকবে চিরকাল পাশে
ভুলগুলো সব ভুলে গিয়ে
অভিমানের জল তাড়াবে।

যদি নিয়ে আসো
জোছনায় ভিজিয়ে মন
ভালবেসে যাব, দেখ-
সারাটি জীবন।

১৪ই জুন, ২০১০

No comments:

Post a Comment