তোমাকে দেখেছি দুই নয়নে
স্বপ্নে দেখা দ্বি-প্রহরে
কাজল চোখে চন্দ্র হাসি মুখে
দাঁড়িয়ে ছিলে সাগর পাড়ে।
নীরব উত্তাপে সুখ উড়িয়ে
স্বর্গীয় বক্ষ ছায়াতলে
নরম ঠোঁটে চুমু তুলে
ডেকেছিলে অদৃশ্য মহলে।
ভালবেসে এঁকেছি তাই তোমাকে
পৃথিবী মহাকাশ
ভালবাসার আঁচে তাই গড়ে যায়
পৃথিবী মহাকাল।
৯ই মে, ২০০৮
স্বপ্নে দেখা দ্বি-প্রহরে
কাজল চোখে চন্দ্র হাসি মুখে
দাঁড়িয়ে ছিলে সাগর পাড়ে।
নীরব উত্তাপে সুখ উড়িয়ে
স্বর্গীয় বক্ষ ছায়াতলে
নরম ঠোঁটে চুমু তুলে
ডেকেছিলে অদৃশ্য মহলে।
ভালবেসে এঁকেছি তাই তোমাকে
পৃথিবী মহাকাশ
ভালবাসার আঁচে তাই গড়ে যায়
পৃথিবী মহাকাল।
৯ই মে, ২০০৮
No comments:
Post a Comment