নিজের ভেতর এখন বেশ হাওয়া বয়
রাত নেই, দিন নেই বেশ ফুরফুরে মেজাজ
আমাদের সকালে এক কাপ ভালবাসা, ছিল...
পালিয়ে আসা ইচ্ছে
কোনদিন ফেরেনা
ঘুরে দাঁড়ানো মুখ
করুণা করেনা!
এ নিয়ে অনেকবার বলেছি
শক্ত হাতে বলেছি, এসো
সাদা সকালে রক্ত গোলাপে
তোমার সব ভরিয়ে দেব, এসো
নিঝুম শান্ত দু'বেলা দেখা
খুব বেশি ছিল না
গভীরতম পুরাতন স্বর্গ
আমাদের পিছনের বাগান!
সন্ধ্যার নিশ্চুপ কালো
আমাদের আবেগঘন করে তুলতো,
সে জোড়া আমগাছ!
বড় বড় ক্লান্ত রোদ
ফিরে আসত রোজ
তোমার আমার মত
তবে আজ কেন না থাকার প্রশ্ন?
কি ছিল আর কি ছিল না
এ নিয়েই তো জীবন!
অযথা প্রশ্ন না করাই ভাল
বোকা-সোকা প্রশ্নেরা,
কখনো বাস্তববাদী হয় না!
উষ্ণতার যে আকাশ
সেখানে রোদ হবে
তৃষ্ণায় বুক খাবে
নিঙড়ানো শব্দের মত।
আশা আর নিরাশার মাঝেই,
মানুষ বসবাস করে
তুমি, আমি বা অন্য যে কেউ!
তবে, সকলে কি নই?
কারও জীবন শোকহীন হয় না
সুখ-দুঃখ শব্দদ্বয়ের সংমিশ্রণে
গড়ে ওঠে একটি সংসার
তবে, শুধু কি সুখই নিবে?
হাত ধরে বলেছিলে,
সব শোক ভাষাহীন হয়
এখন, আমারটাই বা কম কিসে?
No comments:
Post a Comment