সেদিন মল্লিকার সুবাসে
স্বপ্ননী হেসেছিল
কেঁদেছিল কারও দু'চোখ
ফাঁকা কলনীর বুকে, একা
সুখ এঁটেছিল কেউ
দেখেছিল, স্মরণীর শোক!
সেদিন হাজারো রাত্রীর আকাশে
চাঁদনী বেঁচেছিল
ছুঁয়েছিল কারও স্বপ্ন
রাস্তার মোড়ে পাতানো, চোখে
ধুয়েছিল শরীর কেউ
বলেছিল, আমায় চেনো?
সেদিন প্রশ্নের পরশে
আগামী ভেঙেছিল
ভুলগুলো ভুলেছিল সবে
দীর্ঘদিনের একাকীত্বটা বেড়েছিল, তখন
বলেছিল, ফিরবো কোনদিন;
সেদিন.............. সে কবে?
স্বপ্ননী হেসেছিল
কেঁদেছিল কারও দু'চোখ
ফাঁকা কলনীর বুকে, একা
সুখ এঁটেছিল কেউ
দেখেছিল, স্মরণীর শোক!
সেদিন হাজারো রাত্রীর আকাশে
চাঁদনী বেঁচেছিল
ছুঁয়েছিল কারও স্বপ্ন
রাস্তার মোড়ে পাতানো, চোখে
ধুয়েছিল শরীর কেউ
বলেছিল, আমায় চেনো?
সেদিন প্রশ্নের পরশে
আগামী ভেঙেছিল
ভুলগুলো ভুলেছিল সবে
দীর্ঘদিনের একাকীত্বটা বেড়েছিল, তখন
বলেছিল, ফিরবো কোনদিন;
সেদিন.............. সে কবে?
No comments:
Post a Comment