Saturday, July 18, 2015

অচিন স্বপ্ন (Lyric)

দূর আকাশে যায় হারিয়ে
বহু দূর, বহু দূরে
তোমাকে খুঁজি অচিনপুরে।।

কেরাস:১
মেঘ ঝরাইরে, রিমঝিম বৃষ্টি
সূর্যের আলো রে, কত যে মিষ্টি

তার চেয়েও মিষ্টি তোমার ভালবাসা
এসো তুমি বুক মাঝারে।

কেরাস:২
স্বপ্নের ভিতরে, আমরা দু'জনে
ভেসে যাব রে, নীল আসমানে

মেঘের মাঝে গড়ব প্রমের নীড়
এসো তুমি অচিনপুরে।


কথা ও সুর: মুরশালিন
ব্যান্ড: ভিনদেশী
পরিচালনা: পারভেজ

No comments:

Post a Comment