রাতের পর দিন আসে
সকাল হয়েছে সবাই দেখে
এ কথাটি সবাই জানে
জানেনা তো শুধু অন্ধ।
সবাই থাকলে দুখির পাশে
হাসি ফুটবে সবার মুখে
খুশি আসবে সবার প্রাণে
না রাখলে চোখ বন্ধ।
প্রার্থনা করি স্রষ্টা তোমার তরে
বিবেক দিয়ো প্রভু সবার অন্তরে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০
সকাল হয়েছে সবাই দেখে
এ কথাটি সবাই জানে
জানেনা তো শুধু অন্ধ।
সবাই থাকলে দুখির পাশে
হাসি ফুটবে সবার মুখে
খুশি আসবে সবার প্রাণে
না রাখলে চোখ বন্ধ।
প্রার্থনা করি স্রষ্টা তোমার তরে
বিবেক দিয়ো প্রভু সবার অন্তরে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০
No comments:
Post a Comment