কিছু রাতের কষ্ট একান্ত নিজের
একান্ত আপন
একান্ত-
একান্তই সহ্যের!
কেউ না থাকা বৃদ্ধের মত
দীর্ঘ রাত কিভাবে পার হয়?
কোথায় যে যায় নাকি হারায়?
স্বপ্ন আসে, ভাংগে- যুদ্ধের মত
দুঃখ নেই। দেখ হাসি চোখ
দুঃখ তার কথায়, তার ব্যর্থতায়!
আমার শরীর কেটে প্রতিটি জায়গার মাংস নাও
দুঃখ নেই;
আমার শরীর অগ্নিসাগরে ভাসিয়ে দাও
কষ্ট নেই;
আমার সব নাও তবু একটু বাঁচতে দাও স্বপ্ন;
নিজের মত!
একটা ছোট স্বপ্নতেই বাঁচতে চাই
যখনই গড়বো ঠিক তখনি মৃত্যু কারাগারে বন্দি
এত বাঁধা কেন? এত সংকচ!
তবুও আমি থামিনি
আমি জানি বাধা আসবে,
আবার যাবেও
নিজের কষ্টই কখনো মুখ লুকাইনি
তাই নিঃশেষের মাঝে বেঁচে থাকার স্বপ্ন দেখি!
মানুষ নিজের হয়ে বাঁচেনা
মানুষ বাঁচে অন্যের জন্য
আমি তাই আমার ভাবিনা
তুমি; তোমরা ভাল থেকো।
স্বপ্ন দেখা কারো থামেনা
হারিয়ও না তাই কোনদিন
আমি ভাল আছি, থাকবো
স্বপ্নের দেশে নিজের মতই।
১৬ সেপ্টোম্বর, ২০১৪
একান্ত আপন
একান্ত-
একান্তই সহ্যের!
কেউ না থাকা বৃদ্ধের মত
দীর্ঘ রাত কিভাবে পার হয়?
কোথায় যে যায় নাকি হারায়?
স্বপ্ন আসে, ভাংগে- যুদ্ধের মত
দুঃখ নেই। দেখ হাসি চোখ
দুঃখ তার কথায়, তার ব্যর্থতায়!
আমার শরীর কেটে প্রতিটি জায়গার মাংস নাও
দুঃখ নেই;
আমার শরীর অগ্নিসাগরে ভাসিয়ে দাও
কষ্ট নেই;
আমার সব নাও তবু একটু বাঁচতে দাও স্বপ্ন;
নিজের মত!
একটা ছোট স্বপ্নতেই বাঁচতে চাই
যখনই গড়বো ঠিক তখনি মৃত্যু কারাগারে বন্দি
এত বাঁধা কেন? এত সংকচ!
তবুও আমি থামিনি
আমি জানি বাধা আসবে,
আবার যাবেও
নিজের কষ্টই কখনো মুখ লুকাইনি
তাই নিঃশেষের মাঝে বেঁচে থাকার স্বপ্ন দেখি!
মানুষ নিজের হয়ে বাঁচেনা
মানুষ বাঁচে অন্যের জন্য
আমি তাই আমার ভাবিনা
তুমি; তোমরা ভাল থেকো।
স্বপ্ন দেখা কারো থামেনা
হারিয়ও না তাই কোনদিন
আমি ভাল আছি, থাকবো
স্বপ্নের দেশে নিজের মতই।
১৬ সেপ্টোম্বর, ২০১৪
No comments:
Post a Comment