রাতের আঁধার টিপ টিপ করে জ্বলছে,
আমি নিদ্রাহীন, আলোহীন জোছনা;
কি যেন কি ছিল শেষ রাতে
তোর ভেজা চোখ, সুখকর দুঃখ গুলো
ভেতরটায় চিন চিনে আনন্দে
কি থেকে কি হয়ে গেল_
বৃদ্ধ স্মৃতি ফিরে এলো।
আমি করুণ,
এ বেলা, ও বেলা করেই যাচ্ছে।
আগের মত না,
অতীত বর্তমান হয় না।
চোখেরা যখন জানালার আকাশে ভোর খোঁজে
কিংবা বিকেলের গোধূলি
আমি তখনো শতাব্দীর পর শতাব্দী
তোর ফেরা খুঁজি।
হ্যাঁ, আমি জানি বাবা-মা'র ভালবাসায় সব
আমি যে ভালবেসে মরে গেলাম
এমন কে করেছে বল?
৭ই জানুয়ারি, ২০১৫
আমি নিদ্রাহীন, আলোহীন জোছনা;
কি যেন কি ছিল শেষ রাতে
তোর ভেজা চোখ, সুখকর দুঃখ গুলো
ভেতরটায় চিন চিনে আনন্দে
কি থেকে কি হয়ে গেল_
বৃদ্ধ স্মৃতি ফিরে এলো।
আমি করুণ,
এ বেলা, ও বেলা করেই যাচ্ছে।
আগের মত না,
অতীত বর্তমান হয় না।
চোখেরা যখন জানালার আকাশে ভোর খোঁজে
কিংবা বিকেলের গোধূলি
আমি তখনো শতাব্দীর পর শতাব্দী
তোর ফেরা খুঁজি।
হ্যাঁ, আমি জানি বাবা-মা'র ভালবাসায় সব
আমি যে ভালবেসে মরে গেলাম
এমন কে করেছে বল?
৭ই জানুয়ারি, ২০১৫
No comments:
Post a Comment