আমি পথের পথিক
পথে পথে চিহ্ন হই
আমি ছন্দের বেসিক
গানে গানে শব্দ মেলাই।
আমি আঁধারের নাবিক
আলোর মিলনে মিলিয়ে যায়
আমি নষ্ট ঝিনুক
নরম গলায় শোভা বাড়ায়।
আমি বিকেলের শালিক
গোধুলি দেখে পালিয়ে যায়
আমি পড়ে থাকা পালক
ঝড়ো হাওয়ায় উড়ে যায়।
আমি আর্তনাদের মালিক
ঘরের দেয়ালে থেকে যায়
আমি কষ্টের প্রতিক
সব কষ্ট একাই বয়ে যায়!
পথে পথে চিহ্ন হই
আমি ছন্দের বেসিক
গানে গানে শব্দ মেলাই।
আমি আঁধারের নাবিক
আলোর মিলনে মিলিয়ে যায়
আমি নষ্ট ঝিনুক
নরম গলায় শোভা বাড়ায়।
আমি বিকেলের শালিক
গোধুলি দেখে পালিয়ে যায়
আমি পড়ে থাকা পালক
ঝড়ো হাওয়ায় উড়ে যায়।
আমি আর্তনাদের মালিক
ঘরের দেয়ালে থেকে যায়
আমি কষ্টের প্রতিক
সব কষ্ট একাই বয়ে যায়!
No comments:
Post a Comment