ভোর ৬ টায় ঠিক ঘুম ভাঙবে
মৃত্যুর সংবাদ ঠিক সেদিনই শুনবে
১০ বছরের জমে থাকা কষ্ট
সেদিন দৌড়ানিতে থেমে যাবে
কাফনে মোড়ানো শরীরে দেখবে
বেঁচে থাকায় দারুন হাহাকার!
আমাদের স্বপ্ন বোনা জমি
সেদিন ক্ষুধা নিয়ে তাকাবে
জলের আস্তরণে শরীর বরফ হয়ে যাবে
বিক্রিয়ার স্বাধীনতা তুমি সেদিন দেখবে
অশেষ পরিণতি তোমার শতবছরের আবিষ্কার
সব! সব দাঁড়িয়ে যাবে, গান শুনবে_ বিদায়ী গান!
শতাব্দীর শেষের দিকে যখন গ্রহণের প্রশ্নটাই হেসেছিলে
কি ভেবেছিলে তখন? নক্ষত্র গুনলে বেঁচে যাবে!
তোমার টেলিস্কোপ ভর্তি দূর_ দূর সব সম্ভাবনা
মাইক্রোস্কোপে দেখা ভেনিস অথবা হেক্টরের ইতিহাস
শেষ পরিণতি কি দেখেছিলে? বেহুলার মরণ!
কি অদ্ভুত! মাটিতে শুয়ে দিলে আকাশে পৌঁছে যাব
তোমার কোটি হর্স পাওয়ারের রকেট তা পারবে না
আমায় একবার ছেড়ে দাও, আমি ভাল থাকবো
তোমার ল্যাবে, টেলিস্কোপে অথবা তোমার মনে
আমি ভাল থাকবো বরফের কবরে!
তবে আজ কেন ভাবছো? উঠে দাঁড়াও ভাঙা মানুষ
আমি মৃত্যু দিয়ে বানিয়ে দিয়েছি যোদ্ধার পোষাক!
তবে আজ কেন রাতে কাঁদছো? ভেঙে দাও সব অতীত
আমি, তোমরা একই শুধু মাঝে ঝুলে আছে একটি দেয়াল!
মৃত্যুর সংবাদ ঠিক সেদিনই শুনবে
১০ বছরের জমে থাকা কষ্ট
সেদিন দৌড়ানিতে থেমে যাবে
কাফনে মোড়ানো শরীরে দেখবে
বেঁচে থাকায় দারুন হাহাকার!
আমাদের স্বপ্ন বোনা জমি
সেদিন ক্ষুধা নিয়ে তাকাবে
জলের আস্তরণে শরীর বরফ হয়ে যাবে
বিক্রিয়ার স্বাধীনতা তুমি সেদিন দেখবে
অশেষ পরিণতি তোমার শতবছরের আবিষ্কার
সব! সব দাঁড়িয়ে যাবে, গান শুনবে_ বিদায়ী গান!
শতাব্দীর শেষের দিকে যখন গ্রহণের প্রশ্নটাই হেসেছিলে
কি ভেবেছিলে তখন? নক্ষত্র গুনলে বেঁচে যাবে!
তোমার টেলিস্কোপ ভর্তি দূর_ দূর সব সম্ভাবনা
মাইক্রোস্কোপে দেখা ভেনিস অথবা হেক্টরের ইতিহাস
শেষ পরিণতি কি দেখেছিলে? বেহুলার মরণ!
কি অদ্ভুত! মাটিতে শুয়ে দিলে আকাশে পৌঁছে যাব
তোমার কোটি হর্স পাওয়ারের রকেট তা পারবে না
আমায় একবার ছেড়ে দাও, আমি ভাল থাকবো
তোমার ল্যাবে, টেলিস্কোপে অথবা তোমার মনে
আমি ভাল থাকবো বরফের কবরে!
তবে আজ কেন ভাবছো? উঠে দাঁড়াও ভাঙা মানুষ
আমি মৃত্যু দিয়ে বানিয়ে দিয়েছি যোদ্ধার পোষাক!
তবে আজ কেন রাতে কাঁদছো? ভেঙে দাও সব অতীত
আমি, তোমরা একই শুধু মাঝে ঝুলে আছে একটি দেয়াল!
No comments:
Post a Comment