Monday, July 27, 2015

অগ্নিশাপ

আমায় স্বপ্ন দিবি
তোকে টুকরো করে খাওয়াতাম
যেভাবে সেদিন আমার
সবটুকু অন্তর ছিড়ে দিলাম।
মনে আছে তোর?

বৃদ্ধের মত দীর্ঘ অপেক্ষা
কখন শেষ হবে জানিনা
শুধু স্বপ্ন গুলো এখন
অভিমানে কান্নার মতই অজানা।
দেখবি না তুই?

একবার দেখে যা
দেখে যা কত ক্ষত ভিতরে
নাঙকরানী,
সব তোর জন্য
জানিস না তুই?

থাক, আজ একাই বাঁচবো
একাই ক্ষত সারাবো
গোটা স্বপ্ন খাব
এটা খাব, ওটা খাব
পেলে তোকেও খাব!

শুধু, স্বপ্ন চাইব না আর
স্বপ্ন একদিন গল্প হয়ে যায়;
গল্প হয়ে যায় অভিজ্ঞতা।

No comments:

Post a Comment