একদিন জোনাকির আসরে
রোদ্রময় খামখেয়ালি ভালবাসা
আকাশে চোখ তুলে দেখবে
ধূসর স্মৃতি জেগে উঠে
হয়তোবা ফিরে পাবে-
আমাদের সংবিধান।
বিস্তৃত বেদনার শ্বাসমূল ঘিরে
অহেতুক বিচ্ছেদের মিশ্রণে
হাসাবে আমাদের!
গিটারের ফ্রেডের চিৎকারে
বেরিয়ে আসবে আমাদের বন্ধুত্ব-
ইতিহাসের মতো বাড়ে, কমে না।
একদিন সময়ের ডালে
বর্ণাট্য আসর জমবে
নিশিনাগিন শব্দ তুলে নাচবে
জোনাকির ছটা পড়বে-
আমাদের গায়ে।
স্বাপ্নিক নিশ্ছিদ্র বাসরের ঘ্রাণ
চিরচেনা আড্ডায় খুঁজে পাব
হাতের তালুই মিলবে হাসি
ভেষজ বাতাসে হব ক্লান্তহীন।
কুয়াশায় ভিজিয়ে দেবে ঝাল মুড়ি
শুক্রবারের সব পরিকল্পনা
জ্যোৎস্নার আলোই লুকোচুরি
বার্ধক্যের সব আঁধার
স্পর্শের দিনগুলি থাকবে
হয়তোবা অস্তিত্বে গাঁথা।
একদিন বদলে যাবে আকাশ
বদলে যাবে বয়স্ক সময়
থুর থুরে বুড়ো হবে
অনেক কথা সথা হবে
এক কাপ চায়ে, শীতে
হাস্যজ্জ্বল হবে সন্ধ্যা
নীলের কুঠুরিতে
জ্বলবে আগুন,
মোড়াবো চাদর গায়ে
কণ্ঠে থাকবে অঞ্জন'দার-
কুয়াশায় ঢাকা সেই পাইন গাছের ফাকে ফাকে রোদ্দুর......... আমার পাহাড়ী ছেলেবেলার একটা গান।
রোদ্রময় খামখেয়ালি ভালবাসা
আকাশে চোখ তুলে দেখবে
ধূসর স্মৃতি জেগে উঠে
হয়তোবা ফিরে পাবে-
আমাদের সংবিধান।
বিস্তৃত বেদনার শ্বাসমূল ঘিরে
অহেতুক বিচ্ছেদের মিশ্রণে
হাসাবে আমাদের!
গিটারের ফ্রেডের চিৎকারে
বেরিয়ে আসবে আমাদের বন্ধুত্ব-
ইতিহাসের মতো বাড়ে, কমে না।
একদিন সময়ের ডালে
বর্ণাট্য আসর জমবে
নিশিনাগিন শব্দ তুলে নাচবে
জোনাকির ছটা পড়বে-
আমাদের গায়ে।
স্বাপ্নিক নিশ্ছিদ্র বাসরের ঘ্রাণ
চিরচেনা আড্ডায় খুঁজে পাব
হাতের তালুই মিলবে হাসি
ভেষজ বাতাসে হব ক্লান্তহীন।
কুয়াশায় ভিজিয়ে দেবে ঝাল মুড়ি
শুক্রবারের সব পরিকল্পনা
জ্যোৎস্নার আলোই লুকোচুরি
বার্ধক্যের সব আঁধার
স্পর্শের দিনগুলি থাকবে
হয়তোবা অস্তিত্বে গাঁথা।
একদিন বদলে যাবে আকাশ
বদলে যাবে বয়স্ক সময়
থুর থুরে বুড়ো হবে
অনেক কথা সথা হবে
এক কাপ চায়ে, শীতে
হাস্যজ্জ্বল হবে সন্ধ্যা
নীলের কুঠুরিতে
জ্বলবে আগুন,
মোড়াবো চাদর গায়ে
কণ্ঠে থাকবে অঞ্জন'দার-
কুয়াশায় ঢাকা সেই পাইন গাছের ফাকে ফাকে রোদ্দুর......... আমার পাহাড়ী ছেলেবেলার একটা গান।

No comments:
Post a Comment