Thursday, August 25, 2016

অন্ধচোখ

ধেয়ে আসে স্মৃতি
ধ্বংস প্রাপ্ত জীবনে
নিথর দেহে বাঁচার আকুতি
কে জাগাবে তোমায়?

মরতে চাওনি তুমি
ধর্ষিত মাঝে রাতে
কষ্টের সুখে চিৎকারে বলেছো-
বাঁচতে দাও আমায়!

তোমার মৃত চোখে
যুদ্ধের নিষ্ঠুর কষ্ট ভাসে
নিঃশ্ব পৃথিবী’তলে
ঈশ্বর ঘৃনা ভেতরে বাড়ে!

যুদ্ধের সীমাহীন কষ্ট
কাফনে মোড়া সত্য
নির্লজ্জ পৃথিবীর-
শান্তি পাক সবাই!

No comments:

Post a Comment