Thursday, October 8, 2015

দুখি পৃথিবী

নির্বিকার, মেয়েলী কান্না যখন কেউ কাঁদে
বালিশের বুকে সব কষ্ট মেলে বারবার 
রাতের আঁধার গিলে কেউ প্রেমিকার খোঁজে
কেউ বা প্রেমিকের খোঁজে-
আর্তনাদ আর আর্তনাদ! 
সুবিশাল ছাদের নিচে দাঁড়িয়ে ভাবি
পৃথিবী তুমি বড় দুখি!

No comments:

Post a Comment