চলে যাইনি এখনো নিরব ঢাকা
আমার শহরাঞ্চলীয় অফিস
স্কুল, কলেজ, বাসা বাড়ি
নিদারুণ ব্যবসাসফল!
অলীক চিন্তাস্বপ্নে বেশ ভাল আছি
অনুভূতি গুলো কালিঘাটের শ্মশানে
মৃত শরীর বলে পুড়িয়ে দিয়েছি
কাঠের ব্যবসাটাও জমে উঠেছে দেখছি!
নতুন একটা ব্যবসা শুরু করেছি
অর্থ ও পরিবহণ খরচ শূন্য
চাহিদা মোতাবেক পাওয়া যায়
যেখানে যখন খুশি
চোখের সামনে একটা বিলবোর্ড টাঙিয়েছি-
"এখানে কষ্ট নেওয়া হয়" স্পট লেখা!
আপনারা জেনে খুশি হবেন-
এ ব্যবসাও সফল!
আমার শহরাঞ্চলীয় অফিস
স্কুল, কলেজ, বাসা বাড়ি
নিদারুণ ব্যবসাসফল!
অলীক চিন্তাস্বপ্নে বেশ ভাল আছি
অনুভূতি গুলো কালিঘাটের শ্মশানে
মৃত শরীর বলে পুড়িয়ে দিয়েছি
কাঠের ব্যবসাটাও জমে উঠেছে দেখছি!
নতুন একটা ব্যবসা শুরু করেছি
অর্থ ও পরিবহণ খরচ শূন্য
চাহিদা মোতাবেক পাওয়া যায়
যেখানে যখন খুশি
চোখের সামনে একটা বিলবোর্ড টাঙিয়েছি-
"এখানে কষ্ট নেওয়া হয়" স্পট লেখা!
আপনারা জেনে খুশি হবেন-
এ ব্যবসাও সফল!
No comments:
Post a Comment