Thursday, October 8, 2015

দুখি পৃথিবী

নির্বিকার, মেয়েলী কান্না যখন কেউ কাঁদে
বালিশের বুকে সব কষ্ট মেলে বারবার 
রাতের আঁধার গিলে কেউ প্রেমিকার খোঁজে
কেউ বা প্রেমিকের খোঁজে-
আর্তনাদ আর আর্তনাদ! 
সুবিশাল ছাদের নিচে দাঁড়িয়ে ভাবি
পৃথিবী তুমি বড় দুখি!

সফল ব্যবসায়ী

চলে যাইনি এখনো নিরব ঢাকা
আমার শহরাঞ্চলীয় অফিস
স্কুল, কলেজ, বাসা বাড়ি
নিদারুণ ব্যবসাসফল!

অলীক চিন্তাস্বপ্নে বেশ ভাল আছি
অনুভূতি গুলো কালিঘাটের শ্মশানে
মৃত শরীর বলে পুড়িয়ে দিয়েছি
কাঠের ব্যবসাটাও জমে উঠেছে দেখছি!

নতুন একটা ব্যবসা শুরু করেছি
অর্থ ও পরিবহণ খরচ শূন্য
চাহিদা মোতাবেক পাওয়া যায়
যেখানে যখন খুশি
চোখের সামনে একটা বিলবোর্ড টাঙিয়েছি-
"এখানে কষ্ট নেওয়া হয়" স্পট লেখা!
আপনারা জেনে খুশি হবেন-
এ ব্যবসাও সফল!

সুখিরাত দুখিরাত

দুখি রাত
সুখি হয়
যৌনের নেশায়
নিকোটিন পুড়ে ছাই!

সুখি রাত
দুখি হয়
বিষণ্ণ দিনের পর
বিষণ্ণ রাত যখন বয়!

সুখিরাত, দুখিরাত
বল- কোথা যায়?
দুখিরাত, সুখিরাত
রাত গুনে, বল-
ক'দিন বাঁচা যায়?

Tuesday, October 6, 2015

ঘুমাতে নেই

রাতেরা ঘুমায় না
কিছু মানুষও-
এখানে ঘুম আসেনা
এখানে ঘুম লাগেনা
এখানে ঘুম নেই!
আজ ঘুম হলোনা
এই ভেবে-
কিছুরাত
কিছু মানুষের-
ঘুমাতে নেই!