তুমি তো দেখনি বিষণ্ণ পৃথিবী
আরব সমুদ্রে পাথরের ডুব
তুমি তো দেখনি প্রশান্তির হাহাকার
আমরণ নিশ্বাসে নিঃসঙ্গ সুখ!
তুমি তো দেখনি রাতের গন্ধ
নিভে নিভে জ্বলে জাগে
দেখনি তো মহাশূন্য আলো হয়ে
নাচে একাকী সূর্যের অন্ধকারে!
তুমি তো দেখনি মুমূর্ষু কাঁপুনি
অসম বিচ্ছেদের বিলাসিতা
তুমি তো দেখনি প্রিয় মৃত্যু
নির্জীব বুকে ঘুমন্ত প্রেমিকা!
আরব সমুদ্রে পাথরের ডুব
তুমি তো দেখনি প্রশান্তির হাহাকার
আমরণ নিশ্বাসে নিঃসঙ্গ সুখ!
তুমি তো দেখনি রাতের গন্ধ
নিভে নিভে জ্বলে জাগে
দেখনি তো মহাশূন্য আলো হয়ে
নাচে একাকী সূর্যের অন্ধকারে!
তুমি তো দেখনি মুমূর্ষু কাঁপুনি
অসম বিচ্ছেদের বিলাসিতা
তুমি তো দেখনি প্রিয় মৃত্যু
নির্জীব বুকে ঘুমন্ত প্রেমিকা!