Tuesday, March 29, 2016

মৃত্যু প্রেরণা


রক্তক্ষরণ অগ্নিবর্ষণ নরকের প্রতিভায়
তৃষ্ণার্ত মন নগ্নকরণ করেছি বাস্তবতায়
জ্বলে উঠুক তবে ভেজা আগ্নেয়গিরি স্বপ্ন পুড়ে হোক ছাই
আমি বারবার হেরেও মৃত্যুর কাছে একবার বিজয়ী হতে চাই!
দেবে কি কেউ সেই জীবন আলো মৃতের উৎসবে জ্বালতে চাই!
পরাজিত যোদ্ধার মনে ভালবাসার শহর সাজাতে চাই!

বন্ধুর পথ ডাকুক আমায় আমি পথে ভাঙবো না
হায়েনার দল ঘিরুক আমায় আমি ফিরে যাব না
অসত্য মিথ্যার প্রাচীর না ভেঙে দীর্ঘশ্বাস ছাড়বো না
গড়বো নিজের মত পৃথিবী শপথ আমার উন্মাদনায়

কেঁপে উঠুক তবে সাফল্য ধরণী ব্যর্থ হোক ভাগ্য সময়
আমি বারবার ভেঙে সময়ের কাছে একবার বিজয়ী হতে চাই
দেবে কি কেউ সেই সময় ঘড়ি ব্যর্থ যুবকের হাতে পরাতে চাই
অসমাপিত মানুষের দ্বারে সমাপনী হাসিমুখ আঁকতে চাই!

জ্বলো মানুষ! জ্বালো আঁধার! জাগো আমার ডাকে
রণজয়ী কণ্ঠস্বর তোল- (হেহ হেহ হেহ) যোদ্ধার বেশে!

আমার কোন দুঃখ নেই!

 এ মুহূর্তে আমার কোন  দুঃখ নেই!
আমার দুঃখের কোন কারন থাকতে পারে না!
কারণ আমি এতিম না। কাছের কেউ মারা যায়নি! তাই মৃত্যুশোকে ভাসতে হয় না 'প্রতিবছর'!
বন্ধুবান্ধবও গলাই শিকল করে রাখার মত। সারাক্ষণ বেদনায় আনন্দহত করে রাখে।
চাহিদা সীমিত বিধায় কিছুর আশায় থেকে মনঃক্ষুণ্ণ হবার সম্ভাবনাও কপালে জুটে না!
যেটা পাইনা সেটাকে নিয়ে চেতনায়  বিষের সীঁদ কাটতে দেই না।
কারণ আমি বিশ্বাস করি- যেখানে চাহিদা স্থিতিথিমীত, সেখানে হাসির সম্ভবনা অবধারিত।
কোন স্বপ্ন নেই! বড় মানুষ হবার ইচ্ছে নেই!  যেটা পাই সেটাই আমার কাছে স্বপ্ন!
ক্ষোভ কিংবা আবেগ কোনটাই আমাকে স্পর্ষ করতে পারেনা।
আমি বাস্তবতাকে বিশ্বাস করি, যা আমার কাছে আসে তাই নিয়ে বেঁচে থাকি।
প্রত্যেকটা সময়কে আমি নিজের জন্য ভাবি। প্রত্যেকটা দিন সবার মতই আমারও। তাই যা হবার বা হবে আমি তাকে খুব আনন্দের সাথে গ্রহণ করি।
আমি ভাল অথবা মন্দ দুটোতেই বেঁচে থাকার অসীম সম্ভবনা খুঁজে দেখি।
কারণ আমি বিশ্বাস করি- “শুধু ভাল কিংবা শুধু মন্দতে জীবন বেড়ে উঠতে পারে না” !
বিপরীতমূখী প্রত্যেক জিনিসের মতই এ জীবন।
আমি হাসির মাঝে যে আনন্দ খুঁজে পাই, ঠিক সেই আনন্দটুকু কান্নার মাঝেও খুঁজে পাই!
আমি আবারও বলছি আমি প্রত্যেকটা জিনিসের মাঝে বেঁচে থাকার আনন্দটুকু ভিষনভাবে খুঁজি। সেটা অসহ্য যন্ত্রণার মৃত্যু হোক না কেন আমি সেটাকেই ভালবাসি।
কারণ আমি বিশ্বাস করি- সকল জীবের একদিন মৃত্যু হবে।
”যেদিন মানুষ দুঃখের মাঝে সুখ খুঁজে পায়, সেদিনই মানুষ আসল সুখি হয়”
আর আমি তো বললামই সকল কিছুতেই আমার সুখ!

এবার বলুুন তো-এত কিছুর পরেও কি একজন মানুষ অসুখি থাকতে পারে?

অহিংসুক

রোজ একটু একটু করে মস্তিষ্কে
নিজের অর্জিত রক্ত ফুরাচ্ছি
নিজেই নিজের এ ধ্বংস দেখে
একটুও হিংসে হচ্ছে না
ভাল কবি না হলে
কেউ কারও হিংসে করে না!